দিনভর দেশনায়ককে স্মরণ ,পালন ১২৪তম জন্ম দিবস
দ্য কোয়ারি ডেস্কঃ তিনি চিরন্তন সত্য , তিনি এক আদর্শ , তিনি মহামানব। নেতাজি সুভাষ চন্দ্র বসু , ২৩শে জানুয়ারী দিনভর দেশনায়ককে স্মরণ করলো সারা দেশ। উঠে এলো রাজনৈতিক রং বিশেষে NRC,CAA বিতর্কও। এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে , বিভিন্ন ওয়ার্ডে পালন করা হল ব্যতিক্রমী সাহসী নায়কের জন্মদিবস।
সকাল ৯টা , ৬৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে – পেয়ারা বাগান বস্তি সংলগ্ন অঞ্চলে শুরু হলো সামাল প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে এলেন রাজ্যের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় , তৃণমূল যুব নেতা অতনু প্রসাদ মিত্র। ওই ওয়ার্ডের তৃণমূল যুব এর সভাপতি ভরত দাশ , ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব নেত্রী তনুজা অধিকারী , যুব নেতা রমেশ সিং, ওই ওয়ার্ডের তৃণমূল এর প্রবীণ প্রতিনিধি নারায়ণ দাশ প্রমুখ।
আরও পড়ুনঃ ৪৮ তম বর্ষে পা রাখলো শরৎ মেলা
মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করেন , সঙ্গে দলীয় পতাকাও উত্তোলন করেন। এরপর মন্ত্রী নিজে ছোট ছোট শিশুদের হাতে তুলে দেন খাবারের বাক্স সহ পড়াশুনার সরঞ্জাম । মঞ্চে মন্ত্রীর সঙ্গে থাকলেন সমাজের বিশিষ্টজনেরা। এরপর শুরু হয় গোটা ওই অঞ্চল জুড়ে শিশুদের নিয়ে প্রভাত ফেরির অনুষ্ঠান।
শিশুদের হাতেও দেখা গেলো দেশনায়কের ছবি , বাণী দেওয়া প্ল্যাকার্ড। সঙ্গে চললো ব্যান্ডপার্টি। এরপর দুপুর ১২টা । শহরের ৯১ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব এর তরফে হয়ে গেলো জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দেশনায়ককে স্মরণ অনুষ্ঠান। বক্তব্য রাখেন তৃণমূল যুব নেতা অতনু প্রসাদ মিত্র।
দিন গড়িয়ে সন্ধেয় ৬ টায় ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ড সংলগ্ন সুভাষ উদ্যানে পালন করা হয় সুভাষ চন্দ্র বোসের স্মরণে এক রঙিন সন্ধের । ওই ওয়ার্ডের পৌরপিতা শ্রী অসীম কুমার বসু প্রচেষ্টায় এই অনুসঠানে থাকলেন থাকলেন সাংসদ মালা রায় , তৃণমূল নেতা নির্বেদ রায় , ৮৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্ৰীমতী পারমিতা চ্যাটার্জী প্রমুখ।
এই ভাবে সারাদিন ধরেই পালন করা হলো দেশনায়কের জন্ম দিবস অনুষ্ঠান। বীরনায়ককে শতকোটি প্রণাম জানাই। জয়হিন্দ , নেতাজি অমর রহে।