স্ট্যান্ড রোডের বহুতলে আগুন, কয়েকজন দমকল কর্মীর মৃত্যুর আশঙ্কা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার সন্ধ্যাবেলা স্ট্যান্ড রোডের বহুতলে আগুন। ৫ থেকে ৬ জন দমকল কর্মীর মৃত্যুর আশঙ্কা। মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে রেলওয়ের এক নিরাপত্তা কর্মীর। কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয় হয়েছে।

ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। বহুতলটি ১৩ তলায় পুর্ব রেলের দফতর বলে জানা গিয়েছে। এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ঘটনাস্থলে তিন দমকল কর্মী এবং একজন আরপিএফের মৃত্যুর খবর জানা গিয়েছে।

বহুতলে আগুন নেভানোর কাজে তৎপর দমকল কর্মীরা। ঘটনাস্থলে এখনও অবধি কোনও হতাহএত্র কোনও খবর মেলেনি। আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। ১৩ তলার দুটি ঘর থেকে অন্যান্য তলাতেও আগুন লাগে বলে জানা গিয়েছে।

ওই এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে দমকল কর্মীদের প্রবেশে বাধা হয়। যদিও কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ১৩ তলায় যারা কাজ করেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

লিফট বন্ধ থাকায় দমকল কর্মীদের ওপরে উঠতে অসুবিধা। ল্যাডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট