নন্দীগ্রামে প্রার্থী দেবে সিপি(আই)এম, উঠে আসছে দুটি নাম
দ্য কোয়ারি ডেস্ক: কথা ছিল নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু নন্দীগ্রামে যুযুধান দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। লড়াইয়ে পিছিয়ে না থেকে এই প্রথমবার ওই কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে সিপি(আই)এম।
ওই কেন্দ্রে প্রার্থীর জন্য উঠে আসছে দুটি নাম। ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক পরিতোষ পণ্ডা এবং মহাদেব ভুঁইয়া।
২০১৯ এর লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন পরিতোষ পণ্ডা। কিন্তু এক লক্ষের কম ভোট পান তিনি।
অন্যদিকে মেদিনীপুরে জনপ্রিয়তা রয়েছে মহাদেব ভুঁইয়ার। তাই এবারের নির্বাচনী লড়াইয়ে মহাদেবকে সামনে রেখে লড়াই করতে চাইছে ‘সংযুক্ত মোর্চা।
এক সময় এই বিধানসভা কেন্দ্রে বামেদের গড় ছিল।
এখানে বামেদের লড়াইয়ে সামনে থেকেছে সিপিআই। কিন্তু নন্দীগ্রামের জমি আন্দোলনের পর সেখানে ঘাসফুলের চাষ হয়। আর সময় বদলে নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক এবং মমতা বন্দোপাধ্যায়ের সতীর্থ শুভেন্দু এখন বিজেপিতে। তাই জমি ছাড়তে নারাজ বামেরাও।
যদিও পুরো বিষয়টা আলিমুদ্দিনের ওপরেই নির্ভর করছে। তবে সিপিআইয়ের রাজ্য নেতৃত্বের কথায়, এখনও অবধি এবিষয়ে কখনও আলোচনা হয়নি।