West Bengal Election: মানুষ বিশ্বাস করবেন না মমতা বন্দোপাধ্যায়ের আক্রান্তের কাহিনীঃ মহম্মদ সেলিম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নন্দীগ্রামের প্রচারে গিয়ে আহত এবং আঘাতপ্রাপ্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মাথায় এবং বাঁ পায়ে আঘাত লেগেছে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী। মানুষ বিশ্বাস করবেন না মমতা বন্দোপাধ্যায়ের আক্রান্তের কাহিনী। দাবী বাম নেতা মহম্মদ সেলিমের।

তিনি জানিয়েছেন, আগে অসংখ্যবার তৃণমূল নেত্রী পালে বাঘ পড়েছে বলে রব তুলেছিলেন। আজকের ঘটনা আবার প্রমাণ করল মমতা ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জিতেই।

আমরা যে কোনো আক্রমণের ঘটনারই নিন্দা করি। কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন জেলায় যান তখন আশেপাশের পাঁচটা জেলার পুলিশ পরিবেষ্টিত হয়ে থাকেন। তার মধ্যে আক্রমণের ঘটনা ঘটেই বা কি করে!

আরও পড়ুনঃ আইপ্যাকের দৌলতে ভোটের মুখে নতুন করে ঘনিষ্ঠদের চিনলেন মমতা, মত বিশ্লেষকদের

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। অনেকেই মনে করেছিলেন এবারও গুন্ডামি, মস্তানি করে নির্বাচনে জিতবেন। কিন্তু এখনও পর্যন্ত গুন্ডামি, মস্তানি ঘটেনি। এখন হিংসার নাম করে ভাগ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।

ঠিক যেমন হিন্দু-মুসলমানের নামে ভাগ করার চেষ্টা বিজেপি-তৃণমূল দু’পক্ষ মিলেই করে চলেছে। মানুষ এসব ভাগাভাগির চেষ্টা মেনে নেবেন না। তেমনই বিশ্বাস করবেন না মমতা ব্যানার্জির আক্রান্ত হওয়ার কাহিনী।

বুধবার দুপুরে হলদিয়ার এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে রাত কাটানোর কথা ছিল তার। বিকেলে রানিচকে একটি মন্দিরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে পড়ে যান তিনি।

অভিযোগ, তাঁকে পিছন থেকে ধাক্কা মারেন চার পাঁচ জন। ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয় বলে অভিযোগ তোলেন তিনি। এমনকি ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবী করেন মমতা।

এরপরেই গ্রীন করিডোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম।

 

 

 

 

সম্পর্কিত পোস্ট