West Bengal Election: মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা অভিযোগে মামলা দায়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার নন্দীগ্রামে আহত এবং আঘাতপ্রাপ্ত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা সেখ সুফিয়ান।
৩৪১ নং ধারা অর্থাৎ জোর করে আটকে রাখা এবং ৩২৩ অর্থাৎ মারধরের মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
যদিও চারপাশের মোবাইল ফুটেজ এবং ক্যামেরার ভিডিও খতিয়ে দেখে মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজু করল পুর্ব মেদিনীপুর পুলিশ।
নন্দীগ্রামে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধাক্কা মেরে তাঁকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা।
আরও পড়ুনঃ West Bengal Election: অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়, আজই প্রকাশিত হচ্ছে না তৃণমূলের ইস্তেহার
এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপি-তৃণমূলের চাপানউতর চরমে পৌঁছেছে। এরইমধ্যে আজ, বৃহস্পতিবার গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস।
এদিন তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল দুপুরে সিইও অফিসে গিয়ে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। এই ঘটনা যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে সেটাই হতে চলেছে তৃণমূলের মূল অভিযোগ।
ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডেরেক-ও-ব্রায়েন। কিছুক্ষণ পরেই কমিশনের দ্বারস্থ হবে বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য নন্দীগ্রামের বিরুলিয়ায় চোট পাওয়ার পরই জানিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সে সময় তিনি বলেন, এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনে জানানো হবে।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে স্বতঃপ্রণোদিত ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
কীভাবে এই ঘটনা ঘটল সেখানে পুলিশি কোন খামতি ছিল কিনা, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।