গোপন করা হয়েছিল করোনা ভাইরাসের তথ্য, স্বীকারোক্তি চিনের
করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছেন হুবেইয়ের রাজধানী ইউহান শহর থেকে। মেয়র জানিয়েছেন, সময় মতো তথ্য সংগ্রহ করতে না পারায় মারণরোগ প্রতিরোধের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা চিনে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা শতাধিক। শহর কলকাতায় এসে প্রাণ হারিয়েছেন এক মহিলা।
এরই মাঝে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথমদিকে করোনা সংক্রান্ত তথ্য লুকানোর চেষ্টা করছিলেন ইউহান শহরের মেয়র ঝাউ জিয়াংওয়াং। স্বীকারোক্তি দিয়েছেন নিজেই।
রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছেন হুবেইয়ের রাজধানী ইউহান শহর থেকে। মেয়র জানিয়েছেন, সময় মতো তথ্য সংগ্রহ করতে না পারায় মারণরোগ প্রতিরোধের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ রক্তদান করুন, অন্যকে উৎসাহিত করুন…অবলম্বন করুন সতর্কতা
কিন্তু রোগের মোকাবিলার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা যথোপযুক্তভাবে নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, চিনের সংবাদমাধ্যমের ওপর কড়া নজরদারি থাকায় অনেককিছু তথ্য জানা সম্ভব হচ্ছে না। ফলে মৃত্যুর সংখ্যা করমশ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই ইউহানের সঙ্গে অন্যান্য শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেজিং, সাংহাই, জিয়ান এবং তিয়ানজিন শহরের পরিষেবা।
চেন ছাড়াও এই মারণরোগের বিস্তৃতি হয়েছে থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান এবং সিঙ্গাপুরেও। ২০০৩ সালের সার্ক ভাইরাসের মত করোনা ছড়িয়ে পড়বে না তো? সেই উদ্বেগ গোটা বিশ্বজুড়ে। নাগরিকদের চিনে না যাওয়ার পরামর্শ আমেরিকার।