অসুস্থ মুখ্যমন্ত্রী , খোঁজ নিলেন না মোদী-শাহ, নিন্দায় সরব তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আহত হওয়ার পরেও দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার কোনও খোঁজ নিলেন না, এই ঘটনায় প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর শিষ্টাচার।মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের অনন্য নিদর্শন দেখিয়েছেন বারবার সে বিরোধী দলের কোন নেতা বা নেত্রী অসুস্থতা হোক অথবা প্রয়োজন সৌজন্যে তাকে পাশে দাঁড়াতে দেখাতে দেখা গিয়েছে বারবার।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে গিয়ে আহত হলেন, তার আহত হওয়ার পিছনে প্রকৃত কারণ কি তার অনুসন্ধান চলছে এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কোনও নিলেন না। আর এই নিয়েই সরব তৃণমূল।
এ দিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই সাংবাদিক সম্মেলন থেকে পার্থবাবু জানিয়ে দেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আহত হওয়ার পরও দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে তার কোন খোঁজ নেওয়া হয়নি এ থেকেই বোঝা যায় তাদের শিষ্টাচার।
মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে রাজ্যবাসীকে সংযত থাকার বার্তা রাজ্যপালের
উল্লেখ্য, ঘটনার পর একই বিষয় নিয়ে সরব হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি জানিয়েছিলেন, বাংলার যে কোনো ঘটনায় প্রতিক্রিয়া দেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ নন্দীগ্রামে আহত হওয়ার পর তাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেল না। এই ঘটনা যথেষ্টই দুর্ভাগ্যের।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের একই বিষয় নিয়ে সরব হওয়া একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এই ব্যবহারকে অসৌজন্য হিসাবেই দেখছে তৃণমূল।