নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় পুলিশ সুপার ও জেলাশাসকের বিরুদ্ধে পদক্ষেপ নিল কমিশন
দ্য কোয়ারি ওয়েবডেেস্কঃ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের গাফিলতি দেখছে কমিশন। সে কারণেই এদিন কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। উল্লেখ্য,নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিল সেই ঘটনা ৷ সেই ঘটনায় বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷
বাস্তবে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার পিছনে অভিসন্ধি বা দুর্ঘটনা যাই থাকুক না কেন কমিশন মনে করছে এর পেছনে প্রশাসনিক এবং পুলিশি গাফিলতি রয়েছে আর সে কারণেই এই পদক্ষেপ। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন ৷ এছাড়া সরানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে ৷ সরিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকেও ৷
আগেই নির্বাচন কমিশন জানিয়েছে, ভিড়ের মধ্যে হুড়োহুড়িতেই আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর উপর কোনও হামলার প্রমাণ মেলেনি । দুর্ঘটনাবশতই আঘাত পান তিনি । কমিশনের দ্বারা বাংলায় নিযুক্ত বিবেক দুবে এই রিপোর্ট দেন । তারপরই এই কড়া পদক্ষেপ করল কমিশন ৷ পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হয়েছেন স্মিতা পাণ্ডে ৷ নতুন পুলিশ সুপার নিযুক্ত হলেন সুনীল কুমার যাদব ৷
বেহালা পূর্বে প্রার্থী না করায় ফের গোঁসা শোভন-বৈশাখীর, ছাড়লেন দল
প্রসঙ্গত বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই ফিরে আসেন নন্দীগ্রামে ৷ সেখানে প্রচার সংক্রান্ত কর্মসূচিতে যোগদান করেন তিনি ৷ নির্বাচনী প্রচারের সময় আহত হন তৃণমূল সুপ্রিমো ৷ পায়ে আঘাত লাগে তাঁর ৷ তাঁর মাথা ও শরীরের অন্যান্য অংশেও আঘাত লাগে ৷
সেখান থেকে গ্রিন করিডর করে সোজা কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এই ঘটনাকে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চার-পাঁচ জন ধাক্কা মেরেছিল। পরে অবশ্য সুর নরম করেন তিনি । তৃণমূল অবশ্য দলের সুপ্রিমোর উপর হামলার অভিযোগই তুলেছে। এই নিয়ে কমিশনের কাছে যায় তৃণমূল কংগ্রেস । বিষয়টি নিয়ে কমিশনের দিকে আঙুল তুললে, তারা যোগ্য জবাব দেয় তৃণমূলকে ।
এরপর শুক্রবার নবান্নের তরফে কমিশনকে রিপোর্ট পাঠানো হয় । তাতে গাড়ির দরজায় মুখ্যমন্ত্রীর আহত হওয়ার কথা জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । কেউ গাড়ির দরজায় ধাক্কা দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে কমিশকে জানানো হয় । সেই রিপোর্টে যথেষ্ট তথ্য পায়নি কমিশন ।
এবার দ্বিতীয় রিপোর্টে স্থানীয়দের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন নিযুক্ত এ রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক গুপ্ত । শনিবার নির্বাচন কমিশনে সেই রিপোর্ট জমা পড়লে, তাতে কোনও পরিকল্পনা করে ধাক্কা দেওয়ার প্রমাণ না পাওয়ায়, সেই তত্ত্ব খারিজ করেছে কমিশন ।