মেট্রো ডেয়ারি মামলায় রাজ্যের দুই আধিকারিককে তলব ইডির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার মেট্রো ডেয়ারি মামলায় রাজ্যের দুই আধিকারিককে তলব ইডির। সেই তালিকায় রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল এবং প্রাণীসম্পদ সংস্কারের সচিব বিপি গোপালিকাকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির। এই মর্মে দুই আইএএস অফিসারকে চিঠি দেওয়া হয়েছে।

অভিযোগ, মেট্রো ডেয়ারি বিক্রির প্রক্রিয়ায় বেশ কিছু নথিপত্র পাচ্ছে না তদন্তকারী বিভাগ। কোন পদ্ধতি মেনে মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর হয়েছে তা জানতেই বিপি গোপালিকাকে তলবে কেন্দ্রীয় সংস্থার।

সূত্রের খবর, আগামী ২৪ মার্চ সিজিও কমপ্লেক্সে হাজির থাকার কথা বলা হয়েছে বিপি গোপালিকাকে। একইসঙ্গে আগামী সপ্তাহের মধ্যে হাজির হতে বলা হয়েছে গৌতম সান্যালকেও।

মেট্রো ডেয়ারি মামলা এবং তলবের ব্যাপারে ইডির তরফে সরকারীভাবে কিছু জানানো হয়নি। এর আগে স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ প্রানীসম্পদ বিকাশ দফতরের তিন সচিব, রাজ্যের অর্থসচিব সহ একাধিক আধিকারিকদের তলব করা হয়েছিল।

ভোটের মুখে ইডি দফতরে তৃণমূলের জোড়া প্রার্থী

এবার একই মামলায় একাধিক শীর্ষ কর্তাদের তলব গোয়েন্দা সংস্থার। ভোটের এই প্রক্রিয়া দীর্ঘ করা হচ্ছে। ডাকা হচ্ছে একাধিক সরকারী আধিকারিকদের।

সরকারের তরফে বলা হচ্ছে, মেট্রো বিক্রি নিয়ে প্রক্রিয়াগত কোনও ত্রুটি নেই। গত দুই বারেই মেট্রো কিনতে আগ্রহী হয়েছিল একটি সংস্থা। এবিষয়ে কোনও দুর্নীতি হয়েছে কি না তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট