কমিশনের নির্দেশে পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজনৈতিক নেতাদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশে সোমবারেই পুরপ্রশাসকের পদ থেকে সরানো হয়েছে রাজনৈতিক নেতাদের। সরকারী পরিষেবা চালু রাখতে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সরকারী আধিকারিকদের কাঁধে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন রাজনৈতিক মহলের একাংশ।
যদিও শনিবারেই কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। একইসঙ্গে পদ ছাড়েন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীতে থাকা অন্যান্য রাজনৈতিক নেতারাও।
আরও পড়ুনঃ শেষ আলোচনার দুই মাস পরেও প্রধানমন্ত্রী কেন চুপ? প্রশ্ন তুলছেন কৃষকরা
উল্লেখ্য, গত বছরেই শেষ হয়েছে কলকাতা সহ রাজ্যের বেশীরভাগ পুরসভার মেয়াদ। কিন্তু করোনার কারণে হয়নি নির্বাচন। পরিষেবা চালু রাখতে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। পুর্বে দায়িত্বে থাকা চেয়ারম্যান এবং মেয়র ওই দায়িত্ব পান।
ভোটের মুখে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরসভায় এক্সিকিউটিভ অফিসার এবং পুর নিগমে পুর কমিশনারদেরকেই প্রশাসক হিসাবে নিয়োগ করতে হবে।
তিন সদস্যের কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। যদিও বিষয়টি নিয়ে এখনও অবধি কোনও পদক্ষেপ নেয়নি মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি।