এবার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী মিঠুন !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম তুললেন মিঠুন চক্রবর্তী । তা হলে এ বার কি প্রার্থী তালিকাতেও থাকতে পারে তাঁর নাম ? রাজনৈতিক মহলে এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে ।
বিজেপির সূত্রে খবর, বেলগাছিয়ার রাজা মণীন্দ্র রোডে বোনের বাড়ির ঠিকানাতেই তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন । গত ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভায় বিজেপিতে যোগদান করেন ‘মহাগুরু’ মিঠুন ।
ব্রিগেডের গ্রিন রুমে মিঠুনের সঙ্গে একান্তে কথাও বলেন তিনি। এরপরই জল্পনা শুরু হয়ে যায় যা, মিঠুন চক্রবর্তীকে ভবানীপুরে বিজেপি প্রার্থী করা হতে পারে । সেই জল্পনা আরও বেড়েছে রাজ্যের ভোটার তালিকায় মিঠুন নাম তোলায় ৷
বিজেপির ইশতেহারকে জুমলা আখ্যা দিল তৃণমূল কংগ্রেস
বিজেপি সূত্রে খবর, কলকাতার রাসবিহারী, কাশীপুর-বেলগাছিয়া ও চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি । যেহেতু, মিঠুন মুম্বইয়ের ভোটার, তাই তাঁর এই রাজ্যের প্রার্থী হওয়া নিয়ে বিধিনিষেধ ছিলও । কিন্তু এখন আর এই বিষয়ে কোনও অসুবিধা নেই ।
এই বিষয়ে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজী সিংহরায় বলেন, “আমরা উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়ায় বিজেপির প্রার্থী হিসাবে মিঠুন চক্রবর্তীকে চাই । কারণ এই কেন্দ্রেই তিনি ভোটার । কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই অনুরোধ করে চিঠিও পাঠিয়েছি ৷”