করোনার দ্বিতীয় ঢেউ, সংকটজনক পরিস্থিতি মহারাষ্ট্রে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থানে করোনা পরিস্থিতি সংকটজনক।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬,৯৫১ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০,৫৩৫ জন। যা নিয়ে চিন্তিত দুই সরকার। পাঞ্জাবে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৪৪ জন। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭১৫ জন। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫৮০ জন।
আরও পড়ুনঃ West Bengal Election: প্রার্থী তালিকায় নেই মতুয়াদের নাম, ক্ষোভে ফুঁসছে ঠাকুরবাড়ি
একইসঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছেন রাজস্থান, তামিলনাড়ু এবং কেরলে। সোমবার থেকে রাজস্থানের আজমের, ভিলওয়াড়া, জয়পুর এবং কোটা সহ একাধিক শহরে জারি করা হয়েছে নৈশ কার্ফু। রাত ১১ টা থেকে ভোর ৫ টা অবধি চলবে কার্ফু।
মধ্যপ্রদেশের তিন শহর ইন্দোর, ভোপাল এবং জবলপুরে একদিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার রাত থেকে সোমবার সকাল অবধি চলে লকডাউন। মহারাষ্ট্র থেকে আসা বাস এবং বিমান পরিষেবার ওপর বিশেষ নজর রাখা হয়েছে।
কর্ণাটকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে দাবী করেন ওই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ কে সুধাকর। করোনাকে প্রতিহত করতে সাধারণ মানুষের সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। আগামী দুই তিন মাস গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী।