ভোটের মুখে বর্ধমান শহরে বিস্ফোরণে মৃত এক শিশু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আবারও বর্ধমান শহরে বিস্ফোরণ। সোমবার ঘটনাটি ঘটেছে রসিকপুরে। বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। ভোটের মুখে এধরনের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বলের মতো গোলাকার বোমা পড়ে থাকতে দেখে বল ভেবে খেলতে গিয়ে মৃত্যু হয়েছে শেখ আফরোজের। আহত শিশুর নাম শেখ আব্রাহাম। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, হঠাৎ দুটি বিস্ফোরণ শোনা যায়। ঘটনাস্থলে দুইজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। একজনের মৃত্যু হলে অপরজন গুরুতর আহত।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার বিরাট পুলিশবাহিনী। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউ, সংকটজনক পরিস্থিতি মহারাষ্ট্রে
পুলিশের দাবী, ঘটনাস্থলে কিছু একটা পড়েছিল তা নিয়ে খেলতে গিয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। যদিও ওই এলাকায় কীভাবে বোমা এল তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। ওই এলাকায় আর কোনও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
ইতিমধ্যেই বিস্ফোরণের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে দিল্লিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যে বোমা বন্দুকের পরিবেশকে প্রশয় দিয়েছে তৃণমূল সরকার দাবী বিজেপির। এধরনের পরিস্থিতি কেন গড়ে উঠল তার জন্য মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্নও ছুঁড়ে দিয়েছে বিজেপি।