১ মার্চ থেকে ৪৫ বছরের উর্ধ্বে সকলেই পাবেন টিকা, জানালো কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ দেশের একাধিক রাজ্য সংকটমূলক পরিস্থিতি তৈরি করেছে। এরইর মধ্যে ১ লা এপ্রিল থেকে ৪৫ বছরের উর্ধ্বে সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
এর আগে ৪৫ বছরের উর্ধ্বে সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছিল বিশেষজ্ঞরা। এবার সেই পথেই হাঁটল কেন্দ্র সরকার। ৪৫ বছরের উর্ধ্বে সমস্ত মানুষকে টিকা দেওয়া হবে ভ্যাকসিন। অতি দ্রুত সাধারণ মানুষকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ কেন্দ্রের। মনে করা হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ রুখতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউ, সংকটজনক পরিস্থিতি মহারাষ্ট্রে
১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ভারতে টিকাদানের প্রক্রিয়া। প্রথম দফায় চিকিৎসক, নার্স সহ প্রথম সারীর সমস্ত যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছিল। দ্বিতীয় দফায় টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১ মার্চ থেকে।
এতদিন ধরে ৬০ বছরের বেশী বয়সীদের টিকা দেওয়ার প্রক্রিয়া চলছিল। সেইসঙ্গে ৪৫ বছরের উর্ধ্বে যাদের শরীরে কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরকে টিকা দেওয়ার প্রক্রিয়া চালু ছিল। এবার ১ লা এপ্রিল থেকে ৪৫ বছরের বেশী বয়সী যে কেউ টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করাতে পারবে।
একইসঙ্গে সেরামের কোভিডশিল্ড টিকা নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। প্রথম ডোজের ৬ থেকে ৮ সপ্তাহ পরে ডোজ নেওয়ার কথা বলা হচ্ছে।