Corona Virus: দ্বিতীয় ঢেউয়ের মাঝে দেশে করোনার নতুন রূপ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই করোনার নতুন অবতারের সন্ধান মিলল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশের ১৮ রাজ্যে করোনার নতুন প্রকারভেদের সন্ধান মিলেছে। দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য দায়ী? বাড়ছে আশঙ্কা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের মধ্যে নতুন করোনা ভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। করোনা ভাইরাসের নতুন প্রকারভেদ দু’বার মিউটেশন করে। যার অর্থ দুই বার নিজেকে পরিবর্তন করতে পারে ভাইরাস। এই নতুন ভাইরাস ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় প্রকারভেদের থেকে আলাদা বলে মনে করা হচ্ছে।

সরকারী তথ্য অনুযায়ী, ভারতে ৭৩৬ জনের দেহে করোনা ভাইরাসের ব্রিটেনের প্রকারভেদের দেখা মিলেছে। ৩৪ টি দক্ষিণ আফ্রিকার প্রকারভেদের নমুনাও মিলেছে।

আরও পড়ুনঃ West Bengal Election: দিনহাটা শহরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তপ্ত গোটা এলাকা

দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭,২৬২ জন। গত ২৪ ঘন্টায় মৃত ২৭৫ জন। মহারাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮,৬৯৯ জন। যা নিয়ে আশঙ্কায় ওই রাজ্যের সরকার।

একইসঙ্গে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্য মনে করলে দোল উৎসবে নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেক্ষেত্রে রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। মৃত ২। সুস্থ হয়েছেন ৩২০ জন।

সম্পর্কিত পোস্ট