আসামী নিয়ে ফেরার পথে দূর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, ঘটনাস্থলেই মৃত ৩ কনস্টেবল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসামী নিয়ে ফেরার পথে গাড়ির চাকা ফেটে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি । গাড়ির ভেতরে থাকা ৩ জন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তারা হলেন, ওবায়দুর শেখ , পঙ্কজ ঋষি , ইবনাউল ইসলাম। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের তৎপরতায় আহত পুলিশ কর্মীদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। যদিও গোটা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা প্রশাসনের তরফে।
West Bengal Assembly Election- বাঁকুড়ায় TMC পার্টি অফিসে বিস্ফোরণ, আহত ৩
বিশেষ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচক থানার আইসি নেতৃত্বে একদল পুলিশ বাহিনী হানা দেয় সুজাপুর এলাকায়। সুজাপুর এলাকায় বেশ কয়েকজন অভিযুক্তের খোঁজে পেয়েছিল পুলিশ। তাদের ধরতেই গভীর রাতে সেখানে হানা দেয় পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের কথায়, গভীর রাতে বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। বাইরে এসে দেখেন পুলিশকর্মীরা ছোটাছুটি করছেন।পুলিশের একটি গাড়ি উল্টে পড়ে রয়েছে।
এলাকা থেকে ফেরার পথে বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচক থানার জালালপুর ডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই টায়ার বাস্ট করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলন্ত গাড়ির চাকা ফেটে যাওয়ার পরেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেছেন, ‘‘চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তবে কেন চালক নিয়ন্ত্রণ হারালো সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” আহতদের চিকিৎসার পাশাপাশি মৃত সিভিক ভলেন্টিয়ারদের পরিবার পিছু সরকারী সাহায্যের কথাও জানান তিনি।