West Bengal Assembly Election- করোনা আবহে রাজনৈতিক প্রচার টিভিতে করার আর্জি খারিজ হাইকোর্টের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতিতে মিটিং-মিছিল না-করে টিভির মাধ্যমে নির্বাচনী প্রচারের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷
করোনা অতিমারি পরিস্থিতিতে মিটিং-মিছিল না করে টিভির মাধ্যমে নির্বাচনী প্রচারের আর্জি জানানো হয়েছিল হাইকোর্টে । তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিলেন এই সংক্রান্ত মামলা ।
মামলাকারী শিবশংকর ঠাকুর নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির ক্রমে আরও অবনতি হচ্ছে । লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
গত কয়েকদিনে আক্রান্তের হার বেড়েছে অত্যন্ত উদ্বেগজনক ভাবে। এই পরিস্থিতিতে রাস্তাঘাটে মিটিং-মিছিল জনসমাবেশ না করে প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত টিভির মাধ্যমে প্রচার করা । তাতে নির্বাচনের কাজও হবে সাধারণ মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।
আসামী নিয়ে ফেরার পথে দূর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, ঘটনাস্থলেই মৃত ৩ কনস্টেবল
কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, ভারতীয় সংবিধানের 324 ধারায় নির্বাচন সংক্রান্ত সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে । এই ব্যাপারে আদালত হস্তক্ষেপ করবে না ।
কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের, ভোট কর্মীদের সুরক্ষা বিধি কী হবে সে ব্যাপারে সবটাই ঠিক করবে নির্বাচন কমিশন ।করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে গোটা দেশে ৷
এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বহু চিকিৎসক নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন । কিন্তু তাঁদের কথায় কর্ণপাত করেনি নির্বাচন কমিশন । কোভিড নিয়ম না-মেনেই চলছে নির্বাচনী প্রচার ৷