আজ ৩০ আসনে পাঁচ জেলায় থাকছে ৬৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
দ্য কোয়ারি ডেস্ক: শনিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহন। মূলত ৫ জেলায় ৩০ বিধানসভা আসনে ভোটগ্রহন হবে। তার আগে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে।
ভোট শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে তৎপর নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই ৩০ আসনে মোট ৬৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাঁচ জেলার মধ্যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে পুরুলিয়াকে।
নিরাপত্তার দিকে যাতে কোনও ফাঁকফোকর না থাকে তারজন্য প্রতিটা বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুরুলিয়ায় ১৮৫ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে মেদিনীপুর মতো জেলায় ১৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ঝাড়গ্রামে থাকছে ১৪৪ কোম্পানি আর বাঁকুড়ায় ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বেশ কয়েক কোম্পানি বাহিনী মোয়াতেন থাকবে রিজার্ভে।
যদিও নির্বাচন কমিশন আগেই জানিয়েছে প্রতিটা বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেইমতো করেই আগামীকাল বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বুথের ১০০ মিটার দূরে রাজ্য পুলিশ।
পাশাপাশি প্রায় অর্ধেকের বেশি বুথ থেকে লাইভ স্ট্রিমিং করা হবে। যে সমসস্ত গুরুত্তপূর্ণ জায়গায় ভোট রয়েছে তার তালিকায় রয়েছে পুরুলিয়া ,বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ,পশ্চিমমেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ এলাকা।
অপরদিকে জঙ্গলমহলে ভোটে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে শাসকদল তৃণমূল কংগ্রেস। কেননা এই এই জেলাগুলিতে গত লোকসভা নির্বাচনের নিরীখে অনেক ভোটে পিছিয়ে রয়েছে শাসকদল। এখন দেখার বিষয় এই ৫ জেলার ভোটে কার ভাগ্য বদলায়।