West Bengal Election: সৌমেন্দ্যু অধিকারীর গাড়িতে হামলা, ভাঙচুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দক্ষিণ কাঁথিতে বিজেপির নির্বাচনী এজেন্ট হিসাবে নিযুক্ত রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দ্যু অধিকারী। শনিবার প্রথম দফার নির্বাচনে কাঁথির সবাজপুরে তাঁর গাড়ির ওপর হামলা চালানো হয়।

সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অধিকারী পরিবারের সদস্য। গোটা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে ওই কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ২০৫, ২০৬ এবং ২০৭ নম্বর বুথে ভোট লুঠ করছিল। ছাপ্পা পড়ছিল। সে খবর পেয়েই ওই বুথে উপস্থিত হলে তাঁর ওপর হামলা চালানো হয়। ঘটনায় চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এবিষয়ে বিজেপি নেতার দাবী, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে ছাপ্পা চলছিল এবং বিরোধীদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। তিনি আসার ফলে তৃণমূলের সেই কাজে বাধা পড়ে। তারই বহিঃপ্রকাশ। তারই প্রতিহিংসা স্বরূপ তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ তোলেন তিনি।

গাড়ির চালকের অভিযোগ, সৌমেন্দ্যু অধিকারীর গাড়ি দেখতে পেয়ে হামলা চালায় তৃণমূল। গাড়িতে সৌমেন্দ্যুকে দেখতে না পেয়ে চালকের ওপর হামলা চালানো হয়। পাথর দিয়ে আঘাত করা হয়। তাঁকে মারধর করা হয়েছে। তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

 

সম্পর্কিত পোস্ট