West Bengal Election: ভোট মরশুমে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, আহত তিন তৃণমূল কর্মী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার থেকে শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এর মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল পুর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। তৃণমূল-বিজেপির সংঘর্ষে আহত তিন তৃণমূল সদস্য। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার পর থেকে থানা ঘেরাও করেছে তৃণমূল।
তৃণমূলের তরফে অভিযোগ, এদিন নন্দীগ্রামের ২ নম্বর ব্লক এলাকায় প্রচার কাজ করতে যায়। সেই সময় বিজেপির কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। সেই ঘটনায় ৩ জন তৃণমূল কর্মী আহত হন। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
এরপরেই দলীয় পতাকা নিয়ে নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। উপস্থিত রয়েছেন নন্দিগ্রামের তৃণমূল প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। দোষীদের গ্রেফতার না করা অবধি আন্দোলন জারি থাকবে। এমনটাই হুঁশিয়ারি তৃণমূলের।