West Bengal Election: মমতা গোল খেয়ে গেছে, সাফ বক্তব্য শিশির অধিকারীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। মোট ৩০ টি আসনে চলছে নির্বাচন। এরই মধ্যে একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঘটনার পরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
এদিন শান্তিকুঞ্জে বসে বলে দিলেন মমতা গোল খেয়ে গেছে। এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০১১ সালে ভোটের পর অসীম দাশগুপ্ত দাবী করেছিলেন বামেরা ২৫৫ টি আসন পাবে। পাল্টা ফোন করে প্রণব মুখোপাধ্যায়কে তিনি বলেছিলেন সিপি(আই)এম গোল খেয়ে গেছে। একইভাবে আজই বলছি মমতা গোল খেয়ে গেছে।
২০০৭ সালে নন্দীগ্রামের আন্দোলনের মাধ্যমে মেদিনীপুরে বাম দুর্গের অবসান ঘটে। ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে একটানা মেদিনীপুরে তৃণমূলের দুর্গ রক্ষা করেছে অধিকারী পরিবার। সময় বদলে সেই অধিকারী পরিবারের ৩ সদস্য এখন বিজেপির শিবিরে।
আরও পড়ুনঃ West Bengal Election:১২ বছর পর লালগড়ে ভোট দিলেন ছত্রধর মাহাতো
এদিন কাঁথিতে ভোটের এজেন্ট হিসাবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দ্যু অধিকারী। অভিযোগ, তিনটি বুথের ছাপ্পা ভোট রুখতে গিয়ে তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়। আহত হন গাড়ির চালক। সেই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হন শিশির অধিকারী। তিনি বলেন, সিপি(আই)এমের বিরুদ্ধে শুভেন্দুর রাজনৈতিক লড়াই এক ছিল। কীভাবে কড়া ডোজ দিতে হয় আমার জানা আছে।
কড়া ডোজে খোলসা করে বর্ষীয়ান সাংসদ বলেন, হাতে চোট পেল কড়া ডোজ দিতে হবে। ডাণ্ডা দিয়ে মারছে। ডাণ্ডা ভেঙেছে। সেই ডাণ্ডা ওদের লেগে গেলে ওষুধ লাগবে।