West Bengal Election: প্রয়াত উত্তর দমদমের বিজেপি কর্মীর মা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একমাস আগে বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আক্রান্ত হন বিজেপি কর্মী গোপাল মজুমদারের মা শোভারানী মজুমদার। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অবশেষে জীবনের লড়াইয়ে হেরে গেলেন নিমতার পাটনা ঠাকুরতলার আশি বছরের বৃদ্ধা।
অভিযোগ, ২৭ ফেব্রুয়ারি উত্তর দমদম বিধানসভার নিমতার ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। পরিজনরা জানিয়েছিলেন, বেশ কয়েকজন বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথাড়ি মারা হয়।
বিজেপি কর্মী গোপাল মজুমদারের মা শুভা মজুমদার জানিয়েছিলেন, তৃণমূলের লোকজন ছেলেকে মারধর করেছে। এমনকি বাধা দিতে গেলে ওই মহিলাকে মারধোর করা হয় বলে অভিযোগ। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা।
অসুস্থ শোভারানী মজুমদারকে দেখতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী এবং অর্জুন। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। চারদিন আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর সোমবার মৃত্যু হয় ওই বৃদ্ধার।
ওই বিজেপি কর্মীর বাড়িতে উপস্থিত হন দমদম উত্তরের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। ঘটনায় ৫ জনের নাম উঠে আসে। অভিযুক্তর সকলেই আত্মসমর্পণ করেছে। যদিও ঘটনায় দলীয় যোগের কথা অস্বীকার করেছে তৃণমূল।