Covid-19 : দিল্লিতে বিমানবন্দর, স্টেশন, বাস টার্মিনাসে আজ থেকে র্যানডম কোভিড টেস্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে ভোটযুদ্ধের উত্তাপে ফুটছে রাজ্যবাসী। অন্যদিকে দ্রুত হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ে।
মহারাষ্ট্র এবং পাঞ্জাবকে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রের তরফে দেওয়া বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলি তে মাস্ক না পড়লে বা করোনা বিধি না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা।
করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায়, এবার ভিন রাজ্য থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বিধি জারি করেছে দিল্লি সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের সতর্কবার্তা যেসব রাজ্যের ক্ষেত্রে রয়েছে সেইসব রাজ্যগুলি থেকে যারা বিমানে চড়ে দিল্লিতে আসবেন তাদের বুধবার থেকেই র্যানডম কোভিড টেস্ট করা হবে।
যাদের রিপোর্ট পজেটিভ হবে বাধ্যতামূলক ভাবে ১০ দিন তারা থাকবেন কোয়ারেন্টাইনে। বিমানবন্দরের পাশাপাশি করোনা টেস্ট শুরু হবে রেলস্টেশন এবং বাস টার্মিনাসে।
West Bengal Election: নিরাপত্তা বাড়ানো হল বিজেপি প্রার্থী অশোক দিন্দার
বুধবার পর্যন্ত দিল্লিতে করণা আক্রান্ত হয়েছেন মোট 6 লক্ষ 60 হাজার 611 জন। কেজরিওয়াল সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে সাধারণ মানুষ করোনা বিধি না মেনে চললে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি 2005 সালের বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করা হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন দিল্লিতে এখন করোনার থার্ড ওয়েভ চলছে। ইতিমধ্যেই কোভিদ মোকাবিলায় দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে সেখানে আই সি ইউ বেড নেই।
পাঁচটি প্রধান হাসপাতালে মধ্যে চারটিতেই ভেন্টিলেটর নেই। তবে সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্দিষ্ট 4000 বেড খালি রয়েছে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার থেকে নাইট কারফিউ জারি করা হয়েছে সেখানে। প্রয়োজনে লকডাউন করা হতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে।