West Bengal Election: ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর ওপর হামলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের ওপর হামলা। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও বিজেপির তরফে তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। তাঁদের দাবী, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, শুক্রবার প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দীপক হালদার। সেখানেই তাঁর ওপর হামলা চালানো হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি প্রার্থী দীপক হালদার সহ আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় বিজেপি প্রার্থীকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারেই ডায়মন্ড হারবারে রোড শো করার ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই মুহুর্তে ডায়মন্ড হারবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। ফলে দীর্ঘ সময় ধরে ব্যহত রয়েছে যান চলাচল।

গোটা ঘটনার জন্য তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন তাঁরা। এটা আদি এবং নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়েছে।

ইতিমধ্যেই সারা রাজ্যে ভোটের ঘন্টা। এর আগে প্রচারে বেরিয়ে আহত হন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। ঘটনার পরেই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। একের পর এক প্রার্থীর ওপর হামলার ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

সম্পর্কিত পোস্ট