West Bengal Assembly Election- শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস ৷ যে ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ সেই সঙ্গে ভারতীয় নির্বাচন কমিশনকেও আগের পুলিশ সুপারকে বদলি করা নিয়ে বিঁধেছেন তাঁরা ৷

আজ চতুর্থ দফার ভোটে রক্তাক্ত হয়েছে কোচবিহারের শীতলকুচি ৷ অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে আরও 3 জন আহত হয়েছেন ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস ৷ যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং কোচবিহারের কমিশন নিযুক্ত জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতারা ৷

আজ নির্বাচন কমিশনের দফতরে এই অভিযোগের চিঠি দিতে যান সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন ৷এই চিঠিতে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘‘আমরা খুব ব্যথিত হয়ে আপনাদের জানাচ্ছি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে বাংলার 4 জন নীরিহ মানুষের প্রাণ গিয়েছে এবং সেই সঙ্গে আরও 3 জন আহত হয়েছেন ৷ কোচবিহার জেলার শীতলকুচির ঘটনায় এই 7 জনের ভুল, তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে গিয়েছিলেন ৷ যে নির্বাচন আপনারা অর্থাৎ, ভারতের নির্বাচন কমিশন পরিচালনা করছে ৷’’

West Bengal Assembly Election: শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্ত করবে- জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এখানেই শেষ নয়, চিঠির দ্বিতীয় প্যারায় কোচবিহারের কমিশন নিযুক্ত পুলিশ সুপারকেও নিশানা করেছে তৃণমূল ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, ‘‘ঘটনাচক্রে, কোচবিহারের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার, যার নজরদারিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী জেলায় মোতায়েন করা হয়েছে ৷ যাঁকে ভারতের নির্বাচন কমিশন যোগ্য বিকল্প হিসেবে মনে করেছে, পূর্বতন পুলিশ সুপারের থেকে ৷ এর কারণ একমাত্র নির্বাচন কমিশনই ভালোভাবে বলতে পারবে ৷

উল্লেখযোগ্য, তৃণমূলের তরফে পেশ করা এই চিঠিতে, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় নির্বাচন কমিশনকেই মূলত কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ৷ যেখানে ঘুরিয়ে কোচবিহারের পুলিশ সুপার বদলের কারণেই বাহিনীকে নিয়ন্ত্রণ করা যায়নি বলে অভিযোগ করল রাজ্যের শাসকদল ৷

সম্পর্কিত পোস্ট