শীতলকুচির ঘটনার জন্য দায়ী মুখ্যমন্ত্রীর প্ররোচনা – দাবী শুভেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শীতলকুচির পাঁচ প্রাণ হানীর ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন। বললেন এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর প্ররোচনাই দায়ী।
মুখ্যমন্ত্রী এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে গলায় দড়ি দিতে বলছেন। তা শুনেই শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া -আগে গলায় দড়ি দিক তাঁর ভাইপো। অভিষেকের টুইট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান ভাইপো এই ঘটনায় প্ররোচনা আর উস্কানির জন্য পিসির কৈফিয়ত দাবী করুক।
মুখ্যমন্ত্রীকে বেগম বলে নির্বাচন কমিশনের চিঠি পেয়েও বিন্দুমাত্র পিছপা হননি শুভেন্দু অধিকারী। এদিনের মন্তব্যে তা পরিস্কার। নিউব্যারাকপুর অগ্রদূত সংঘের মাঠে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বেগম খালেদা জিয়া সম্বোধন করেন তিনি। এর আগে দক্ষিণ দমদম বিধানসভা এলাকায় শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী বিমল শংকর নন্দের হয়েও রোড শো করেন।
শুভেন্দু মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জানান, বাংলাদেশের স্লোগান ধার করেন মুখ্যমন্ত্রী। খেলা হবে থেকে সব স্লোগানই ধার করা।
তাঁর মতে, দেশবিরোধী কথা বলেন মুখ্যমন্ত্রী। চারটে রাজধানী গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী । তাই তাঁকে বেগম তিনি বলবেনই। এদিন নানুরের আলম খানের পাকিস্তান গড়ার কথাও তুলে আনেন শুভেন্দু।
West Bengal Assembly Election- শীতলকুচির গুলি-কাণ্ডে ষড়যন্ত্রকারী অমিত শাহ, বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো
এদিন আবার ম্যাডাম নারোলা ও বিনয় মিশ্রর কথা তুলে নশো কোটি টাকা “ভাইপো’র অ্যাকাউন্টে গেছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু।
এদিন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ও তোলাবাজির সঙ্গে যুক্ত।পশ্চিমবঙ্গ ছাড়বো বললেও তাঁকে ছাড়বে না রাজ্যবাসী। যতক্ষন না পিকে অবৈধ চালানের থেকে তোলা টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছেন।
উল্লেখ্য এদিন শুভেন্দুর ঝাঁঝালো আক্রমন থেকে বাদ যায়নি সংযুক্ত মোর্চাও। শুভেন্দুর মতে বামফ্রন্ট নীতি আদৰ্শ হারিয়েছে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর সাথে গাঁটছড়া বেঁধে। মানুষ বিশ্বাস করেনা ওদের।
তবে নির্বাচনী সভার বক্তব্য শেষে নির্বাচন কমিশনের চিঠি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি বলেন যা বলার তিনি কমিশনকেই জানাবেন।