প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীর ওপর হামলা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার কৃষ্ণনগরে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে এক বিজেপি নেতাকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলের দিকে। নদীয়া জেলার হাঁসখালির ঘটনা।
প্রাণে বাঁচলেও অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। কি কারণে হামলা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পার
অভিযোগ, শনিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে গিয়েছিলেন মামজোয়ান এলাকার বুথ সভাপতি নিত্যানন্দ সরকার। সেইসময়েই তিন রাউন্ড তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
এমনকি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তৃণমূলের তরফে দাবী করা হচ্ছে, বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। যার ফলেই এই ঘটনা ঘটেছে। এমনকি এর পিছনে কোনও পারিবারিক বিবাদ থাকতে পারে বলে দাবী তৃণমূলের। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে।