ভোটের মরশুমে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নানুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট মরশুমে ফের উত্তপ্ত বীরভূমের নানুর। বিজেপির প্রার্থীর প্রচারের আগেই দফায় দফায় বোমাবাজির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
বিজেপির তরফে অভিযোগ, রবিবার বিকেলে নানুরের বড়া সাঁওতা গ্রামের প্রচারে এসেছিলেন বিজেপি প্রার্থী তারক সাহা। সেখানে তাঁকে প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এমনকি দু’রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
আরও পড়ুনঃ উর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ১ লক্ষ ৬৮ হাজার
সোমবার বিজেপি প্রার্থীর সভার কথা ছিল নানুরের ঘিদহ গ্রামে। আগের রাতে শুরু হয় বোমাবাজি। বিজেপির অভিযোগ, প্রচার বানচাল করতেই দফায় দফায় বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবী, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিজেপি। মারধরের কারণে একজনের মাথা ফাটে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বোলপুর থানার পুলিশ বাহিনী। এখনও অবধি দু’পক্ষের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
একইসঙ্গে ময়ুরেশ্বর বিধানসভার কুণ্ডলা গ্রামে বিজেপির নেতার বাড়ির কাছ থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি বোমা। বিজেপির কর্মীর দাবী, বাড়ির কাছে বোমা রেখে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ময়ুরেশ্বর থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।