এবার রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। ৪৮ ঘন্টার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।
শীতলকুচির ঘটনায় হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার মন্তব্যের প্রেক্ষিতে এই পথে হাঁটল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই বক্তব্য উস্কানিমূলক। এর ফলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। তিনি কোনও ধরনের প্রচার করতে পারবেন না। কোনও বক্তব্য দিতে পারবেন না।
শীতলকুচির ঘটনায় রাহুল সিনহা বলেন, “শীতলকুচির ঘটনায় চার জন কেন? আট জনের মৃত্যু হলেও কোনও চিন্তার কারণ ছিল না”। তৃণমূলের তরফে কমিশনের কাছে অভিযোগ জানানো হয় রাহুল সিনহার এই মন্তব্য উস্কানিমূলক। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞার পর রাহুল সিনহা সহ বেশ কয়েকজন বিজেপি নেতার প্রচারে নিষেধাজ্ঞা জারি নিয়ে সরব হয়েছিল বাম নেতারা।