কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্না মঞ্চে মমতা, আঁকলেন ছবিও
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসংবিধানিক’ এমনটাই দাবী করে মঙ্গলবার সকাল থেকে গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো।
মুখে কালো কাপড় বেঁধে সকাল সাড়ে ১১ টা থেকে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে কালো কাপড় বেঁধে চলছে ধর্না। ধর্না মঞ্চে বসে এঁকে চলেছেন ছবি।
এদিন ধর্নার অনুমতির জন্য সেনাবাহিনীর কাছে আবেদন জানায় তৃণমূল। কিন্তু এখনও অবধি কোনও উত্তর মেলেনি। বরং সেনার তরফে জানানো হয়েছে, এত তাড়াতাড়ি উত্তর দেওয়া সম্ভব নয় বলে কোনও উত্তর দেওয়া হয়নি। এখনও অবধি কোনও এনওসি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে ইস্টার্ন কম্যান্ড অফিসিয়ালের তরফে।
আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, জবাব চেয়ে দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের
৩ এপ্রিল তারকেশ্বরের জনসভা থেকে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকির নাম করে করে মন্তব্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। বিজেপির এলে সবচেয়ে বিপদ হবে আপনাদেরই। এরপরেই কমিশনের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় নোটিস পাঠিয়ে এর ব্যাখা দিতে বলা হয়।
কমিশনের তরফে বলা হয়, ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট চাওয়ার ফলে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর প্রার্থী পদ খারিজও করা হতে পারে।
মমতার পাঠানো উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন। তাই তাঁর প্রচারে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা অবধি প্রচার করতে পারবেন না তিনি।
এদিন বারাসাত, বিধাননগর, হরিণঘাটা এবং কৃষ্ণগঞ্জে সভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু কমিশনের নির্দেশে দুটি সভা বাতিল হয়েছে। তবে বিধাননগর এবং বারাসাতে রাত আটটার পর সভা করবেন তিনি।