পঞ্চম দফার নির্বাচনে আরও আঁটোসাঁটো নিরাপত্তা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শিতলকুচিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পদক্ষেপ নিয়েছে কমিশনও। তাই পঞ্চম দফার নির্বাচনে অশান্তি এড়াতে রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, ১৭ এপ্রিল রাজ্যের পঞ্চম দফায় ৬ জেলার ৪৫ টি বিধানসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। মোতায়েন করা হয়েছে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৮৫৩ কোম্পানি নিযুক্ত থাকবে ভোটের কাজে।

কমিশন সূত্রে খবর, উত্তর২৪ পরগণায় মোতায়েন থাকবে ২৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বসিরহাটে মোতায়েন থাকবে ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিধাননগরে মোতায়েন থাকবে ৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও ব্যারাকপুরে মোতায়েন থাকবে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং বারাসাতে ৬৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ ধর্না তুলে বাড়ির পথে চললেন মমতা বন্দ্যোপাধ্যায়

পুর্ব বর্ধমানে ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবে ১৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নদিয়ায় মোতায়েন থাকবে ১৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাহাড়ে মোতায়েন থাকবে ২৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

পঞ্চম দফায় নিযুক্ত থাকবেন ৬৯০ জন সেক্টর অফিসার। প্রতিটি সেক্টরে চারজন করে কনস্টেবল থাকবেন বলে জানা গিয়েছে। পঞ্চম দফার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে নির্বাচন কমিশন। শীতলকুচির মতো কোনও ঘটনা যাতে না ঘটে সেজন্য বাহিনীকে আরও ধৈর্য রাখার নির্দেশ দিয়েছে কমিশন।

পঞ্চম দফায় ভাটপাড়া সহ রাজারহাট-নিউটাউন, শাসন, দেগঙ্গা, বসিরহাটের মতো এলাকাগুলিকে সুপার সেনসিটিভ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদিন দুই পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

সম্পর্কিত পোস্ট