কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে বাংলার ‘বাঘিনী’ মমতার পাশে অখিলেশ-স্ট্যালিন-সঞ্জয়রা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনী প্রচারে ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ ধরনায় বসেন তৃণমূল নেত্রী নিজেও ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন অংশের বেশ কয়েকজন মোদি ও বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাও ৷
আর সেই তালিকায় রয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, ডিএমকে নেতা স্ট্যালিন ও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ৷ প্রত্যেকেই টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা বলেছেন ৷ একই সঙ্গে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হয়েছেন ৷
মঙ্গলবার বেলায় ধরনায় বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে অখিলেশ লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা আসলে ভোটে হারতে থাকা বিজেপির হতাশার প্রকাশ ৷’’
সেই কারণে সমাজবাদী পার্টি যে মমতার ধরনার পাশে রয়েছে, সেটাও তিনি জানিয়েছেন ৷একই সঙ্গে তিনি দাবি করেছেন, ‘‘আশা করব ‘শ্মশান-কবরস্থান’ নিয়ে যাঁরা ধর্মীয় ভাগাভাগি করার কথা বলে নিরেপক্ষ নির্বাচন কমিশন, তাঁদের উপরও নিষেধাজ্ঞা জারি করবে ৷’’
কমিশনের মেয়াদ শেষ হতেই শীতলকুচির নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা
অন্যদিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে শিবসেনার সঞ্জয় রাউত মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার বাঘিনী’ বলে উল্লেখ করেছেন ৷ বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ ৷ তিনি দাবি করেছেন, ‘‘এটা ভারতের কোনও স্বাধীন প্রতিষ্ঠানের গণতন্ত্র, সার্বভৌমত্বের উপর আক্রমণ ৷’’
২০১৪ সালে কেন্দ্রের মসনদে নরেন্দ্র মোদি বসার পর থেকে অনেক আঞ্চলিক দলই এক মঞ্চে এসেছেন ৷ বিভিন্ন সময় তাদের এক সঙ্গে মোদি সরকারের বিরোধিতা করতে দেখা গিয়েছে ৷ সেই তালিকায় রয়েছে ডিএমকেও ৷ এদিন ডিএমকে নেতা এম কে স্ট্যালিনও মমতার সমর্থনে টুইট করেছেন ৷
‘‘আমাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপর নির্ভর করে । পক্ষপাতহীনতা ও নিরেপক্ষতা বজায় রাখতে ভারতের নির্বাচন কমিশনকে সব দল ও প্রার্থীদের সঙ্গে সমান ব্যবহার করা উচিত ৷’’