করোনার নতুন রেকর্ড, বাতিল হতে পারে সিবিএসই বোর্ডের পরীক্ষা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতিদিন দেশে রেকর্ড গড়ছে করোনা। গতকাল আক্রান্তের সংখ্যা কম হলেও বুধবার আক্রান্তের সংখ্যা সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৮৪,৩৭২ জন। মৃত ১০২৭ জন। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭৩,৮২৫ জন। মোট মৃতের সংখ্যা ১,৭২,০৮৫ জন।
দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল হতে চলেছেন সিবিএসই এর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বুধবারেই এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগেও করোনা পরিস্থিতীর কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের কাছে পরীক্ষা বাতিলের আর্জি জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুনঃ কমিশনের মেয়াদ শেষ হতেই শীতলকুচির নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬০,২১২ জন। রাজ্যজুড়ে কার্ফু জারি করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। কেরলে একদিনে আক্রান্ত ৭,৫১৫ জন। দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৩,৪৬৮ জন। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ১৭,৯৬৩ জন।
করোনার কথা মাথায় রেখে বাড়ি ফিরতে শুরু করছেন পরিযায়ী শ্রমিকরা। নির্বাচনী আবহে কড়াকড়ি পশ্চিমবঙ্গেও। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৮১৭ জন। মৃত ২০।