করোনার কারণে বাতিল সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ বাড়ছে করোনার দাপট। তাই সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হল। স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও।
দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনার দাপট। বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮০ হাজারের বেশী। বুধবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এবং উচ্চ শিক্ষা সচিব সহ একাধিক আধিকারিকরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ করোনা পজিটিভ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বোর্ডের তৈরির মাপকাঠি অনুযায়ী। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এরপর ১ লা জুন বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও ইন্ডিয়া ওয়াইড পেরেন্টস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল যেহেতু ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা এখনও অবধি ভ্যাকসিন পাননি তাই তাঁদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশী।