একসঙ্গে নয় ৩ দফার নির্বাচন, জল্পনা উড়িয়ে বার্তা কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারই মাঝে চলছে নির্বাচনী প্রচার। নেই কোনো বিধিনিষেধ। সামাজিক দূরত্ব থেকে মাস্ক নির্বাচনের প্রচারে সব কিছুই উপেক্ষিত।

সবকিছুকে সামনে রেখেই সূত্র মারফৎ জানা যাচ্ছিল হয়তো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম দফার নির্বাচন একসঙ্গে ২৪ এপ্রিল একসঙ্গে করার কথা ভাবনাচিন্তা করছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৩ দফার নির্বাচন একসঙ্গে করার কোনো চিন্তা-ভাবনা নেই।

তবে কোভিড বিধিকে মান্যতা দিয়ে কিভাবে তিন দফায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা করতেই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, দিনকয়েক ধরে করোনার  দাপট বাড়তে থাকায় বুধবার আলিমুদ্দিনে বৈঠকের পর সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম জানিয়ে দিয়েছেন বাকি ৩ দফার নির্বাচনের ক্ষেত্রে আর কোনো বড় জমায়েত করবে না তাঁরা। তিনি জানান, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, চার দফায় ভোট হয়ে গিয়েছে। পঞ্চম দফার ভোট প্রচার শেষ লগ্নে, আগামী দফার নির্বাচনের প্রচারে বড়সড় ভিড় না করার। বরং বৃহৎ প্রচারে না করে মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হবে।’’

মোদি-শাহের প্রচার বন্ধের দাবিতে কমিশনের দ্বারস্থ তৃণমূল

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায ক্রমশই বেসামাল হয়ে উঠছে পরিস্থিতি। বুধবার থেকে জল্পনা ছিল ১৭ তারিখের ভোট বাদ দিলে বাকি তিনদিনের ভোট একসঙ্গে ২৪ তারিখ হতে পারে। কিন্তু বৃহস্পতিবার সেই জল্পনা উড়িয়ে দেয় কমিশন।

জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সূচি মেনেই বঙ্গে বাকি দফাগুলোয় ভোট হবে। আসলে এই মুহূর্তে এক দফায় ভোট করাতে হলে কমিশনের আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। যা সময় সাপেক্ষ। একই সঙ্গে বাড়াতে হবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। আগামীকাল বৈঠকের পরই ভোটবাজারে কোভিড বিধি মেনে কীভাবে প্রচারপর্ব চলবে তা স্পষ্ট হয়ে যাবে।

সম্পর্কিত পোস্ট