WB Assembly Election 2021: ভোটের প্রচারে নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট মরশুমে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই রাজনৈতিক দলগুলির প্রচারে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
সন্ধ্যে ৭ টা থেকে সকাল ১০ টা অবধি কোনও প্রচার কর্মসুচী রাখা যাবে না। এর পাশাপাশি ভোট গ্রহণের ৭২ ঘন্টা আগে প্রচার বন্ধ করতে হবে।
শনিবার পঞ্চম দফার ভোটের ৭২ ঘণ্টা আগে শেষ হয়েছে প্রচারের কর্মসুচি। ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে ২২ তারিখ। ১৯ তারিখ সন্ধ্যে সাড়ে ছ’টায় শেষ করতে হবে প্রচারের কাজ।
সপ্তম দফার নির্বাচন রয়েছে ২৬ তারিখ। সেক্ষেত্রে নির্বাচনী প্রচার শেষ করতে হবে ২৩ তারিখ সন্ধ্যে ৬ টার মধ্যে। শেষ দফার ক্ষেত্রেও নির্বাচনী প্রচার শেষ করতে হবে ২৬ তারিখ।
এই নিয়ম চালু হচ্ছে শুক্রবার থেকেই। নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই বাতিল করা হয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার নির্বাচনী কর্মসুচি।