কোন কেন্দ্রে কত শতাংশ ভোট? দেখুন এক নজরে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার রাজ্যজুড়ে পঞ্চম দফার নির্বাচনে ৬ জেলার ৪৫ টি বিধানসভা কেন্দ্রে চলে নির্বাচন। নদিয়ার ৮ টি আসন, উত্তর ২৪ পরগণার ১৬ টি আসন, পূর্ব বর্ধমানে ৮ টি আসন, দার্জিলিংয়ের ৫ টি আসন এবং জলপাইগুড়ির ৭ টি আসনে হয়েছে নির্বাচন।

দার্জিলিংয়ে ভোট পড়েছে ৭৪.৬০ শতাংশ। জলপাইগুড়ি কেন্দ্রে ভোট হয়েছে ৮১.৭১ শতাংশ। কালিম্পংয়ে ভোট পড়েছে ৬৯.৫৬ শতাংশ। নদীয়ায় ভোট পড়েছে ৮১.৫০ শতাংশ। উত্তর ২৪ পরগণায় ভোট পড়েছে ৭৫.১৪ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৮১.৬৭ শতাংশ।

উত্তর ২৪ পরগনার বরাহনগরে ভোট পড়েছে ৭১.১২ শতাংশ। বারাসাতে ভোট পড়েছে ৭৭৭১ শতাংশ। বারাসাত দক্ষিণে ভোট পড়েছে ৮৩.৩০ শতাংশ। বর্ধমান দক্ষিণে ভোট পড়েছে ৭৫.০১ শতাংশ। চাকদহে ভোট পড়েছে ৮৩.৪৫ শতাংশ।

ডাবগ্রাম-ফুলবাড়িতে ভোট পড়েছে ৮০.৮০ শতাংশ। দার্জিলিংয়ে ৬৬.৩২ শতাংশ। দেগঙ্গায় ৮২.৩০ শতাংশ। ধুপগুড়িতে ৭৯.৫২ শতাংশ। দমদমে ভোট পড়েছে ৭২ শতাংশ। হরিণঘাটায় ৮৪.৩৫ শতাংশ। হাড়োয়ায় ৭৯.১০ শতাংশ। হিঙ্গলগঞ্জে ৭২ শতাংশ।

জলপাইগুড়িতে ভোট পড়েছে ৮০.৬০ শতাংশ। জামালপুরে ৮৪.২২ শতাংশ। কালিম্পংয়ে ৬৯.৫৬ শতাংশ। কালনায় ৮৩.৭৭ শতাংশ। কামারহাটিতে ৬৭ শতাংশ। খণ্ডকোষে ৮২.৭৫ শতাংশ। কৃষ্ণগঞ্জে ৮১.১৯ শতাংশ।

কার্শিয়াংয়ে ভোট পড়েছে ৬৪.৬৩ শতাংশ। মধ্যমগ্রামে ভোট পড়েছে ৮১.৫৯ শতাংশ। মালে ৮২.১৪ শতাংশ। মাটিগাড়া-নক্সালবাড়িতে ৮১.৬৫ শতাংশ। ময়নাগুড়িতে ৮৫.৬৫ শতাংশ। মেমারিতে ৮২.৮৯ শতাংশ। মিনাখাঁতে ভোট পড়েছে ৭৩ শতাংশ। মন্তেশ্বরে ভোট পড়েছে ৮২ শতাংশ।

সম্পর্কিত পোস্ট