বাড়ি ফিরছেন লালু প্রসাদ, পশুখাদ্য দুর্নীতি মামলায় জামিন পেলেন তিনি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশুখাদ্য দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা সরিয়ে নেওয়ায় অভিযুক্ত লালুপ্রসাদ যাদবকে দুটি ধারায় ৭ বছরের জেল খাটতে হয়। সেই মামলাতেই শনিবার জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। মোট চারটি পশুখাদ্য দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। এর আগে তিনটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি।
এই মুহুর্তে চিকিৎসার জন্য দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। এদিন জামিন পাওয়ার পর এবার বাড়ি ফিরতে পারবেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে বেল চলাকালীন দেশের বাইরে যেতে পারবেন না তিনি। একইসঙ্গে নিজের ঠিকানা এবং ফোন নম্বর বদলাতে পারবেন না লালু প্রসাদ যাদব। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অপরেশ কুমার সিং।
আরও পড়ুনঃ করোনার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়াতে চলেছে রেল
১৯৯১ এবং ১৯৯৬ সালে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন দুমকা ট্রেজারি মামলায় নাম জড়ায় লালু প্রসাদ যাদবের। ২০১৭ সাল থেকেই জেলবন্দি ছিলেন তিনি। যদিও কারাবসের বেশীরভাগ সময় রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে।
গত বছরের অক্টোবর মাসে চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পান তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে শারীরিক অবস্থার অবনিতর কারণে এইমসে ভর্তি হন। তাঁর অনুপস্থিতিতে রাষ্ট্রীয় জনতা দলের দায়িত্বভার সামলেছেন লালু পুত্র তেজস্বী যাদব।
সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে দলের ফলাফল বিশেষভাবে নজর কেড়েছে। এই প্রথমবারই বিধানসভা নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারেননি লালু প্রসাদ যাদব।