মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতছে বিজেপি, কমিশনে অভিযোগ তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতীম রায়ের যে অডিয়ো টেপটি বিজেপি প্রকাশ্যে এনেছে, তা নিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস । বিজেপি বারবার ভোটের দিনে এমন মিথ্যে টেপ প্রকাশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়েছে তারা ৷ পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ এনে তৃণমূল আইনের দ্বারস্থ হবে বলেও ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা ৷
মুখ্যমন্ত্রী ও শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতীম রায়ের কথোপকথনের অডিয়ো টেপ কীভাবে বিজেপির আইটি সেল প্রকাশ করল, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূলের প্রতিনিধি দল ৷ তাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলেই অডিয়ো টেপকে হাতিয়ার করেছে বিজেপি ৷
আর ভোটারদের প্রভাবিত করার জন্য বেছে বেছে নির্বাচনের দিন সে গুলি প্রকাশ করা হচ্ছে ৷ এ জন্য কমিশনের কাছে শাস্তির ব্যবস্থা করার আর্জি জানিয়েছে তৃণমূল ৷
বাড়ি ফিরছেন লালু প্রসাদ, পশুখাদ্য দুর্নীতি মামলায় জামিন পেলেন তিনি
তৃণমূল কংগ্রেসের তরফে ডেরেক ও’ব্রায়েন, পূর্ণেন্দু বসু ও যশবন্ত সিনহা অডিয়ো টেপ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানা ।
কমিশনে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ণেন্দু বসু বলেন, “যদি ফোনে কথা হয়েও থাকে, তাহলে একজন মানুষের প্রাইভেসি বা ব্যক্তিগত বলে কিছু থাকবে না ? মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও তাই হবে ? ব্যক্তি-স্বাধীনতার ক্ষেত্রে যে আইন আছে তা লঙ্ঘিত হচ্ছে । সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে । যা ভারতীয় সংবিধানের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক ।”
যশবন্ত সিনহা বলেন, “একজন অপরাধীর ফোনে আড়ি পাততে হলেও তার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে ৷ কিন্তু এ ভাবে মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতা আইনত অপরাধ ৷”