করোনা মোকাবিলায় ১১ দফা অ্যাডভাইজারি নবান্নের

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ চেষ্টার ত্রুটি না থাকলেও আয়ত্তে আনা যাচ্ছে না করোনা সংক্রমণকে । বরং যত দিন এগোচ্ছে ততই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে । স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যি করে শনিবার দৈনিক সংক্রমণ সাত হাজারের গণ্ডি টপকে আট হাজারের কাছাকাছি পৌঁছেছে ।

সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক ৷ গত 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন 34 জন। একই সঙ্গে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও 45 হাজারের উপরে চলে গিয়েছে । রাজ্যে ক্রমবর্ধমান করোনার গ্রাফ এবং ঘরে বাইরে প্রবল চাপের মুখে অবশেষে নতুন করে 11 দফা নির্দেশিকা দিল নবান্ন ।

রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন থেকে জারি করা এই নির্দেশিকায় একগুচ্ছ নির্দেশ পালন করতে বলা হয়েছে। সেখানে সেই পুরোনো দূরত্ববিধি মেনে চলা , বেসরকারি সংস্থাগুলিকে দফতরে হাজিরা কমানোর নির্দেশ , ওয়ার্ক ফ্রম হোম চালু করার উপদেশ দেওয়া হয়েছে ।

এই ১১ দফা নির্দেশগুলির মধ্যে প্রথমটাই হল বাইরে বেরোলে (যেমন-গণপরিবহন) মাস্কের ব্যবহার এবং পারস্পরিক দূরত্ববিধি সুনিশ্চিত করা ।

মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতছে বিজেপি, কমিশনে অভিযোগ তৃণমূলের

দ্বিতীয় নির্দেশিকাটি হল, প্রতিটি বাজারকে নিয়মিত স্যানিটাইজ়েশন করা । যেসব জায়গায় বেশি ভিড় হয় যেমন বাজার, গণপরিবহন এই সমস্ত জায়গায় মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা । নির্দেশিকাতে আরও বলা হয়েছে যে , সমস্ত দোকান, বাজার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে ভিড় যতটা সম্ভব এড়াতে হবে ।

একই সঙ্গে সমস্ত সরকারি দফতরে পুনরায় 50 শতাংশের হাজিরা সুনিশ্চিত করতে হবে । নির্দেশিকাতে বেসরকারি সংস্থাগুলিকে গত বছরের মতো ওয়ার্ক ফ্রম হোম এবং শিফটিং ডিউটি চালুর করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সমস্ত কর্মক্ষেত্রে মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে ।

শপিং মল, মাল্টিপ্লেক্স, থিয়েটার এবং রেস্তোরাঁর প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং এবং হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে এই 11দফা নির্দেশিকায় ।স্টেডিয়াম বা সুইমিং পুলে প্রবেশের ক্ষেত্রেও এই বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক । করোনা মোকাবিলায় এদিন জেলা ভিত্তিক 24 জন নোডাল অফিসারের তালিকাও প্রকাশ করেছে নবান্ন ।

যেখানে কলকাতা পৌর এলাকার নোডাল অফিসার করা হয়েছে স্বরাষ্ট্রসচিব হরি কৃষ্ণ দিবেদীকে । উত্তর 24 পরগনার নোডাল অফিসার করা হয়েছে মনোজ পন্থ এবং দক্ষিণ 24 পরগনার নোডাল অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে পৃথা সরকারকে ।

গতবছর অক্টোবর ও নভেম্বর মাসে ঠিক একইভাবে নোডাল অফিসার নিয়োগ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্তভাবে করোনা নিয়ন্ত্রণের কাজ করেছিল নবান্ন ৷ আজ থেকে একইভাবে কাজের নির্দেশ দেওয়া হয়েছে ।

সম্পর্কিত পোস্ট