৫ থেকে রাজ্যে শুরু বিনামূল্যে টিকাকরণ, ঘোষণা মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে মিলবে করোনার টিকা। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কলকাতা সহ শহরাঞ্চলে করোনার প্রকোপ সবথেকে বেশী, সেখান থেকেই শুরু হবে টিকাকরণের প্রক্রিয়া। এরপর জেলাগুলিতেও চলবে টিকাকরণের প্রক্রিয়া।

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের তপনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের ফলপ্রকাশের পর ৫ থেকে শুরু হবে টিকাকরণের প্রক্রিয়া। ১৮ বছরের উর্ধ্বে সকলকে বিনা পয়সায় টিকা দেওয়া হবে।

কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় ১৮ বচহরের উর্ধ্বে সকলকে টিকা দেওয়া হবে। এমনকি ৫০ শতাংশ টিকা খোলা বাজারে আনার কথা ঘোষণা করা হয়। কেন্দ্রের তরফে রাজ্যের জন্য আলাদা এবং কেন্দ্রের জন্য আলাদা দাম ঘোষণা করা হয়। তা নিয়েও কেন্দ্র সরকারের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, আরও আগে থেকে টিকা দেওয়া হলে কোভিডের সংক্রমণ হত না । আগেরবার কত টাকা খরচ হয়েছিল। কত মানুষ মারা গিয়েছিল আমরা সামলে নিয়েছিলাম। টাকা খরচ করে প্রতিষেধক কিনতে চাইলেও দেওয়া হয়নি। এখন বেড়ে গিয়েছে বলে জনগণের ওপর দোষ চাপিয়ে কিনে নিতে বলছে।

সম্পর্কিত পোস্ট