শুক্রবারে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিনের পর দিন বেড়ে চলেছে করোনার দাপট। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পার করেছিল। শুক্রবার বৃদ্ধি পেল সেই সংখ্যা।
শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩২,৭৩০ জন। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১,৬২,৬৩,৬৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১,৮৬,৯২০ জন।
দেশের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭,০১৩ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ২৬,৯৯৫ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ২৫,৭৯৫ জন। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৪,২৫৪ জন। দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ২৬,১৬৯ জন।
কোভিড নিয়ে আলোচনায় বসতে শুক্রবার চারটি সভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁই ছুঁই
দেশজুড়ে হাসপাতাল শয্যা এবং অক্সিজেনের অভাব আরও প্রকট হচ্ছে। অস্থায়ী নিরাময় কেন্দ্র তৈরি করে কোভিড মোকাবিলায় চেষ্টা করছে প্রশাসন।
দিল্লির গঙ্গারাম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এমনকি ওই হাসপাতালে অক্সিজেনের সরবরাহ কম রয়েছে। এমনটাই জানানো হয়েছে হাসপাতালের তরফে। হাসপাতালে অক্সিজেনের অভাব থাকায় ভর্তি নিতে চাইছেন না অনেকেই।
গত ২৪ ঘন্টায় টিকা নিয়েছেন ৩১,৪৭,৭৭৬ জন। এখনও অবধি ১৩ কোটির অধিক মানুষকে টিকা দেওয়া হয়েছে। তবুও রেহাই মিলছে না। টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকেই।