করোনা মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন রাজ্যে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশের পাশাপাশি রাজ্যেও নতুন করে রেকর্ড গড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই করোনার রাশ টানতে আরও একটি টাস্ক ফোর্স গঠন করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ৬ সদস্যের একটি অ্যাপেক্স টাস্ক ফোর্স গঠন করা হয়। যার শীর্ষে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখবে এই টিম।
রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। সেখানে অক্সিজেন এবং জীবনদায়ী ওষুধের জোগান নিয়ে আলোচনা করা হবে।
শুক্রবার গোটা দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে এরাজ্যের মুখ্যমন্ত্রী না থাকলেও প্রতিনিধিত্ব করছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব।
আরও পড়ুনঃ Covid মোকাবিলায় স্বাস্থ্য দফতরের তরফে চালু হেল্পলাইন নম্বর, দেখে নিন একনজরে
সেই আলোচনায় অন্যতম প্রধান বিষয় ছিল গোটা দেশের অক্সিজেনের যোগানের অভাব। একইসঙ্গে করোনা বেডের আকালের বিষয়টিও এদিন আলোচনায় আসে। যডিও রাজ্য সরকারের তরফ থেকে বেডের বিষয়টি পর্যালোচনা করার জন্য একটি বিশেষ টাস্কফোর্স করা হয়েছে।
মুখ্য সচিব নিজে জেলা থেকে শুরু করে সমস্ত সরকারি হাসপাতালে সুপারের সঙ্গে বৈঠক করেছেন। কথা বলেছেন বেসরকারি হাসপাতালে আধিকারিকদের সঙ্গেও। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যে বিষয়টি কে নিয়ে তা হল অক্সিজেনের যোগান। এক্ষেত্রে রাজ্য যাতে কোনো সঙ্কট না হয় সেই জন্য আগেভাগেই একটি টাস্কফোর্স গঠন করল।
এই টাস্কফোর্স প্রত্যেকদিন জেলা ভিত্তিক অক্সিজেন পরিমাণের খোঁজ নেবে। যাতে গোটা রাজ্যে অক্সিজেনের যোগান ঠিক থাকে সে বিষয়ে পদক্ষেপ নেবে।