৫ রাজ্য থেকে বিমানে বাংলায় আসার আগে কোভিড টেস্ট বাধ্যতামূলক করল রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লি, উত্তর প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এই পাঁচ রাজ্য থেকে কলকাতায় বিমানে ওঠার আগে যাত্রীকে আর টি পি সি আর টেস্ট এবং কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে। না হলে কলকাতার মাটিতে তিনি নামতে পারবেন না শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিন নিয়ম করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পাঁচ রাজ্যে করোনা ছবি আরও ভয়াবহ। এমতাবস্থায় এই সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।
একই সঙ্গে এই রিপোর্টে আরও জানানো হয়েছে, একই ধরনের বিজ্ঞপ্তি জারি হয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক ও তেলেঙ্গানা থেকে আসা যাত্রীদের জন্য। উভয় ক্ষেত্রেই যাত্রীদের বিমানে ওঠার 72 ঘণ্টা আগে আর টি পি সি আর টেস্ট এবং করোনা টেস্ট রিপোর্ট জমা করতে হবে। তবেই এই রাজ্যগুলোর যাত্রীরা বাংলায় আসার বিমানে ওঠার অনুমতি পাবেন।