সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন এনভি রামানা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হয়েছে বিচারপতি এসএ বোবদের। এবার সেই পদে শপথ নিলেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান বিচারপতি এনভি রামানা।
বিদায়কালে প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যেখানে আদালতের আইনজীবী থেকে শুরু করে অন্যান্য কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন। করোনার হাত থেকে মুক্তি পেতে আমাদের কিছু কড়া পদক্ষেপ নিতে হবে। আমরা একজোট হয়ে মহামারীর মোকাবিলা করতে পারব।
সমস্ত কোভিড বিধি মেনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সামনে সুপ্রিম কোর্টের ৪৮ তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন নুথালাপাতি ভেঙ্কটা রামানা। আগামী ১৬ মাস অর্থাৎ ২০২২ এর ১৬ অগাস্ট অবধি ওই পদে আসীন থাকবেন তিনি।
আরও পড়ুনঃ ৫ রাজ্য থেকে বিমানে বাংলায় আসার আগে কোভিড টেস্ট বাধ্যতামূলক করল রাজ্য
১৯৫৭ সালে অন্ধ্রপ্রদেশের একটি কৃষক পরিবারে জন্ম হয় এনভি রামানার। শুরুর দিকে এনাডু নামক একটি তেলেগু পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে বিজয়ওয়াড়া থেকে ১৯৮৩ সালে আইনজীবীর স্বীকৃতি পান। এরপর দীর্ঘ সময়ে হায়দ্রাবাদে ওকালতি করেছেন তিনি।
২০০০ সালের জুন মাসে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন তিনি। ২০১৩ সালে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে তাঁকে নিযুক্ত করা হয়। এরপর ২০১৪ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে তাঁকে নিযুক্ত করা হয়। বিচারপতি কে শুভা রাওয়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন এনভি রামানা।
করোনা মহামারিকালে বদলে গিয়েছে আদালতের কার্যকলাপ। এখন ভার্চুয়াল মাধ্যমে ন্যায় মিলবে আম জনতার। ভার্চুয়াল মাধ্যমে কীভাবে আদালতের প্রক্রিয়া চলবে তার অনেক কিছুই ট্রেনিং দিয়েছেন তিনি।
বিচারপতি পদে থাকাকালীন জম্মু-কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা চালু এবং কর্ণাটকের রাজনৈতিক অস্থিরতা এবং সরকার বদল নিয়ে রায় দিয়েছেন বিচারপতি এনভি রামানা।