করোনা মোকাবিলায় রাজ্যগুলির পাশে রয়েছে কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলির পাশে কেন্দ্র সরকার সর্বদা রয়েছে। রবিবার “মন কি বাত” অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, করোনার প্রথম ধাক্কা আত্মবিশ্বাসের সঙ্গে কাটিয়ে উঠেছিলাম আমরা। আমরা অনেক প্রিয় মানুষকে হারিয়েছি। কিন্তু এই মুহুর্তে ফের করোনার প্রকোপে বিধ্বস্ত গোটা দেশ। করোনা আমাদের ধৈর্য এবং সহনশীলতার পরীক্ষা নিচ্ছে।

করোনার প্রকোপে দিল্লির একাধিক জায়গায় অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। এবিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোভিড মোকাবিলায় রাজ্যগুলির পাশে এগিয়ে আসবে কেন্দ্র সরকার। কোভিড মোকাবিলায় ফার্মা ইন্ডাস্ট্রি, অক্সিজেন প্রোডাকশান সহ একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি।

আরও পড়ুনঃ দেশে প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত হচ্ছেন করোনায়

ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে কোভিড মোকাবিলায় পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বহু মানুষের। একাধিক হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কটও। অক্সিজেন চেয়ে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

১ মে থেকে দেশজুড়ে ১৮ বছরের উর্ধ্বে সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার।ভ্যাকসিনের দাম নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধতে পিছপা হয়নি বিরোধী দলগুলি। এক ভ্যাকসিন এক দামের আবেদন জানানো হয়েছিল বিরোধী দলগুলির তরফে। এর মধ্যে ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছিল সরকারী হাসপাতালগুলিতে ৬০০ টাকা করে এবং বেসরকারি হাসপাতালগুলিতে ১২০০ টাকা করে মিলবে ভ্যাকসিনের ডোজ।

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের জনগণের প্রতি প্রধানমন্ত্রী আর্জি জানান যেন কেউ গুজবে কান না দেন। দেশের সমস্ত রাজ্যে বিনামূল্যে ভ্যাকসিন পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট