দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বহিষ্কৃত মুর্শিদাবাদ তৃণমূলের হেভিওয়েট নেতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য। তার জেরে ভোটের দুদিন আগে দল থেকে বহিষ্কার করা হল মুর্শিদাবাদের রানিনগরের প্রভাবশালী তৃণমূল নেতা তথা এক নম্বর ব্লক সভাপতি আমিনুল হাসান বাপিকে। দলীয় সিদ্ধান্তে অনুতাপ বোধ করেননি তিনি। বরং তাকে স্বাগত জানিয়ে নিজের বক্তব্যে অনড় রয়েছেন বাপি।

রাত পোহালেই রাজ্যে ভোট সপ্তমী। সপ্তম দফায় নির্বাচন হবে রানিনগর সহ মুর্শিদাবাদের এগারোটি কেন্দ্রে। রানিনগরে এবার তৃণমূলের বাজি সৌমিক হোসেন। এই সৌমিকের বিরুদ্ধেই মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বাপি। শুক্রবার তিনি বলেন, বিচার বিবেচনা করে ভোট দিন। বিবেকের কথা শুনে ভোট দিন। সৌমিক হোসেনকে নয়।

অক্সিজেন নেই, মোদি মন কা বাত করেছেন, সমালোচনা মমতার

দলের অফিসিয়াল প্রার্থীকে জেতাতে যখন দিনরাত এক করছেন রানিনগরের তৃণমূল নেতা-কর্মীরা, সেই সময় দলেরই এক পদাধিকারির এই বিপ্রতীপ মন্তব্যে বেজায় খেপে যান তৃণমূল নেতৃত্ব। তার জেরেই এদিন তৃণমূল থেকে বহিষ্কার করা হয় বাপিকে।

গোটা রাজ্যের মতো রানিনগরেও উপদলীয় কোন্দলে জেরবার তৃণমূল। এখানে সৌমিকের গোষ্ঠীর সঙ্গে বিবাদ রয়েছে আমিনুল গোষ্ঠীর। তার জেরে আগেও একাধিকবার প্রকাশ্যে এসেছে দুই গোষ্ঠীর সংঘাতের ঘটনা। বাপি আমিনুল গোষ্ঠীর বলে এলাকায় পরিচিত। স্বাভাবিকভাবেই তিনি চাননি সৌমিক টিকিট পান। তার পরেও দল সৌমিককে প্রার্থী করায় ক্ষুব্ধ আমিনুল শিবির। ঘটনার জেরে বেজায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

ভোটের দুদিন আগে শাসকদলের এই উপদলীয় কোন্দল প্রকাশ্যে আসায় যারপরনাই খুশি কংগ্রেস। প্রতিবাদী কণ্ঠ দমন করাই রাজ্যের শাসক দলের সংস্কৃতি বলে মন্তব্য করেছেন কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা মুখপাত্র জয়ন্ত দাস।

সম্পর্কিত পোস্ট