টানা ২৬ দিন ধরে প্রতিবাদ, পার্ক সার্কাসে মৃত এক প্রৌঢ়া
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার পর থেকে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন মহিলারা। সেই ছবি ধরা পড়েছিল কলকাতার পার্ক সার্কাস ময়দানে। কিন্তু টানা ২৬ দিন ধরে অনশন চলার পর অবশেষে মৃত্যু হল এক প্রৌঢ়ার।
সূত্রের খবর, শনিবার রাতেই আচমকা বুকে যন্ত্রণা শুরু হয় শামিদা খাতুনের । পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয় হলে মৃত্যু হয় মহিলার। মৃত শামিদা খাতুন এন্টালির বাসিন্দা বলেই জানা গিয়েছে।
পরিবার সূত্রের খবর, উচ্চ রক্তচাপ এবং মধুমেহ সমস্যার কারণে অসুস্থ ছিলেন ওই মহিলা। নিয়মিত চিকিৎসা চলত তাঁর। যদিও সমস্ত কিছুকে উপেক্ষা করেই আন্দোলনে অনড় ছিলেন তিনি। আন্দোলনকারীদের দাবী রাত জেগে আন্দোলনের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতা বাড়ার সত্বেও আন্দোলনের মঞ্চ ছাড়তে রাজি হননি শামিদা খাতুন।
সহ আন্দোলনকারীর মৃত্যুর কারণে গোটা দেশে শোকের ছায়া নেমেছে। কোনও শ্লোগান ছাড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।