করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে নামছে ৩০০ টি অ্যাপ ক্যাব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে বিপাকে রোগীর পরিবার। মিলছে না অ্যাম্বুলেন্সের সাড়া। হাসপাতালে পৌঁছতে পারছেন না অনেকেই। এই সংকট থেকে দুরে থাকতেই রাস্তায় নামল আরও ৩০০ টি অ্যাপ ক্যাব।
সমস্ত সুরক্ষাবিধি মেনে রোগীকে হাসপাতালে পৌঁছে দেবেন তাঁরা। মহামারী থেকে বাঁচতে এমনটাই পদক্ষেপ নিল বাম শ্রমিক সংগঠন সিটু সমর্থিত অ্যাপ ক্যাবের অপারেটর এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন।
শুধুমাত্র কলকাতা নয় ফোন করলে পাওয়া যাবে গাড়ি জেলাতেও। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে চারটি নম্বর দেওয়া হয়েছে সিটুর তরফে।
ভাড়া নির্ধারিত করা হবে অ্যাপ ক্যাবের হারেই। বিশেষ কিছু জায়গায় ঘন্টা প্রতি ভাড়া দিতে হতে পারে। দিকে দিকে পর্যাপ্ত পরিষেবার অভাবের মাঝেই সিটুর এই পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।