রাজ্যে করোনা চিকিৎসায় বাড়লো আরো সাড়ে তিনশো কোভিড বেড
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুদিনের মধ্যেই কলকাতায় বাড়তে চলেছে আরও 335 টি কোভিড বেড। মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য শীঘ্রই অ্যাপোলো হাসপাতালে বাড়তে চলেছে 300 টি কোভিড বেড। বেসরকারি হাসপাতালে তরফ থেকে পরিকাঠামো তৈরীর কাজ চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে কয়েকদিনের মধ্যেই পরিকাঠামো তৈরি করে এই বেডগুলি ব্যবহার করা যাবে একইভাবে নারায়ণা হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে তাদের যে ফাঁকা জায়গা সেখানে কোভিড চিকিৎসার পরিকাঠামো গড়ে তুলে 35 টি নতুন বেড শীঘ্রই তারা চালু করবে। এর ফলে লাভবান হবে সাধারণ মানুষ।
এই মুহূর্তে করোনা পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে তাতে শীঘ্রই আরো অনেক বেশি সংখ্যক বেডের প্রয়োজন পড়বে বলে মনে করছে ডাক্তাররা। মূলত এই বিষয়টি সামনে রেখে নবান্নের তরফে কোভিড পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি হাসপাতালগুলো সঙ্গে আলোচনায় বসেছিল।
30 শে এপ্রিলের মধ্যে বেসরকারি হাসপাতালে অবশিষ্ট টিকা সরকারি স্টকে ফেরানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের
সেখানে এই দুই হাসপাতাল সরকারকে আশ্বাস দিয়েছে আগামী দিনে তারা সাড়ে তিনশো কোভিড বেড বাড়ানোর চেষ্টা করছে। একইভাবে সরকারি তরফেও পরিকাঠামো উন্নয়ন ঘটিয়ে কিভাবে আরো বেশি সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়া যায় তাই নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে ।
এক্ষেত্রে সরকারি হাসপাতালে অব্যবহৃত অংশগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ভেন্টিলেটর অক্সিজেনের ব্যবস্থা করে সেখানে করোনা রোগীদের রাখা যায় কিনা সে বিষয়ে সমীক্ষা চলছে।
মূলত এই সরকার ভালোভাবেই জানে বিধানসভা নির্বাচন অতিবাহিত হলেই রাজ্যে করোনার ঢেউ আছড়ে পড়তে চলেছে। তা সামাল দেওয়া এতো সহজ বিষয় হবে না। তাই আগেভাগেই এর প্রস্তুতি নিতে শুরু করল রাজ্য সরকার।